বৈশাখ মাস
কালবৈশাখী তুফান
রূপে সর্বনাশ!

আষাঢ়ে বান
অঝোর ধারায় বৃষ্টি
ডোবে মাঠে ধান।

ভাদ্র মাস
তালের পিঠার গন্ধ
আহ্ কী যে সুবাস!

কার্তিক শেষে
সোনালী ধানের শীষ
দোলা দিচ্ছে হেসে।

বসন্তকাল
কোকিল ঝাড়ে ক্ষোভ
চমকে ওঠে পিলে!