কামনার মোহে রিপুর পীড়নে
বিবেক হইলো ছাই!
নরক অনলে রিপুকে পুড়িয়ে
ভস্ম করিতে চাই!
বাসনার মোহ পরিহারে সুখ
বুঝিনি জনমে ভেদ,
রিপুর ক্ষুধাতে ধেয়েছি ভুবনে
করিয়াছি কত জেদ!
নিজ আদালতে জিজ্ঞাস করি
করিয়াছি শুধু ভুল,
কর্মের দোষে হারায়াছি আমি
দুই জনমের কূল!
ক্ষণিকের তরে ভুবনের মাঝে
মালিক দিয়াছে প্রাণ,
দুনিয়া বাজারে মজিয়া বাহারে
করিয়াছি আহা ভান!
জীবন গতরে পড়ন্ত বেলা
জাগিল কুহক গীত,
অনলে বিবেক পুড়িয়া করিব
রিপু বুনানোর পীত!