কামনার মোহে রিপুরই দ্রোহে
বিবেক হইলে ছাই!
নরক অনলে রিপুকে পুড়িয়ে
ভস্ম করিতে চাই!
বাসনার মোহ পরিহারে সুখ
বুঝিনি জনমে ভেদ,
রিপুর তাড়নে ধেয়েছি ভূবনে
সাধ পূরণের জেদ!
নিজ আদালতে জিজ্ঞেস করে
পেয়েছি আপন ভুল,
কর্মের দোষে হারিয়েছি আমি
দুই জনমের কূল!
ক্ষণিকের তরে ভূবনের মাঝে
মালিক দিয়েছে প্রাণ,
দুনিয়া বাজারে মজিয়া বাহারে
করেছি অযথা মান!
জীবনের শেষে পড়ন্ত বেলা
গাইছি কুহক গীত,
অনলে বিবেক পুড়িয়ে করিব
চিন্তা ধারার পীত!