রাখাল মন
আব্দুল ওহাব

ফিরে যেতে ইচ্ছে জাগে
সবুজ শ্যামল গাঁয়ে;
যেথায় ছিল মা'য়ে,
রাখাল যেথা বাঁশি বাজায়
বটের বৃক্ষ ছায়ে।

খুব সকালে কৃষকেরা
লাঙল কাঁধে নিয়ে;
ক্ষেতখামারে গিয়ে,
নানা ফসল ফলায় সেথা
হাতের যাদু দিয়ে।

শুনছি সেথায় সন্ধ্যা হলে
সবাই ফেরে ঘরে;
মাঠ পেরিয়ে চরে,
খেঁকশেয়ালে ডাকে সেথায়
সন্ধ্যা হবার পরে!

মন যেতে চায় খালে বিলে
শাপলা ফোটে যেথা;
পাখিরা কয় কথা,
পাখপাখালি গাঙ-চিলেরা
উড়ে বেড়ায় সেথা!