জন্ম আমার বাংলাদেশে
বাংলা মায়ের মাটি,
চিরসবুজ বাংলা আমার
সোনার থেকে খাঁটি।

বাংলা মায়ের আকাশ বায়ু
হীরার চেয়ে দামী,
এদেশের-ই সোনার মানুষ
জগৎ জোড়া নামী।

ছ’টি ঋতুর দেশটি আমার
ফুলে ফলে ভরা,
কৃষক ফলায় সোনার ফসল
অবাক পুরো ধরা!

এমন দেশে জন্ম আমার
অলির পূণ্য ভূমি,
বাংলা আমার মায়ের ভাষা
গর্ব করে চুমি!

পাহাড় পর্বত শ্যামল বৃক্ষ
নদী- নালায় ঘেরা,
বিশ্ব মঞ্চে আমার দেশটি
সবার থেকে সেরা!