সর্বদা সর্ববিধ প্রশংসা করি সেই মহা সত্তার
সাত আসমান ও জমিনের সকল সৃষ্টি যাঁর।
দয়াবান করুণাময় তাঁহার সমকক্ষ কেহ নাই
মহা করুণাময় আল্লাহর করুণা সর্বদা পাই।

তিনিই পরাক্রান্ত তাঁর আপন বান্দাদের উপর
তিনিই জ্ঞানময় ও সর্বজ্ঞ, অন্যে নহে নির্ভর।
যিনি সৃষ্টি করেছেন ভূমণ্ডল আর নভোমণ্ডল
তিনি সকল কাফেরের যড়যন্ত্র করেন ভুণ্ডল।

সকল সৃষ্টি তাঁর মুখাপেক্ষী, তিনি করুণাময়
বিশ্বাসীদের বিচার দিবসে নাই রে কোন ভয়।
যিনি পৃথিবীর সবাইকে আহার্য দান করেন।
তিনি সীমালঙ্ঘনকারীকে যথাসময়ে ধরেন।

তিনিই আল্লাহ, পূণ্যময়, মহাজ্ঞানী প্রজ্ঞাময়
প্রকাশ্য আর গোপন বিষয় জানেন, জ্ঞানময়।
যাকিছু দিনে ও রাতে স্থিতি লাভ করে, তাঁরই
তিনি শ্রোতা, জ্ঞানী, পরোয়া করে না কারোই।

সেই আল্লাহ ছাড়া আমার কোনই উপাস্য নাই
নিশ্চয়ই তাঁর পথই সুপথ, আজ্ঞাবহ হয়ে যাই।
তিনি অদৃশ্য ও প্রকাশ্য বিষয়ে জ্ঞাত, প্রজ্ঞাময়
সর্ববিধ প্রশংসা তাঁরই, সর্বদা তাঁকে করি ভয়।