আমায় ছেড়ে বাঁধছ বাসা
থাকছো বহুদূরে,
এই জীবনে থাকবে তুমি
এ হৃদয়টা জুড়ে।
তোমায় ভালো রাখতে যেয়ে
ডুব দিয়েছি জলে,
কূল হারিয়ে পাই না দিশা
ডুবে সিন্ধু তলে।
দেখাটা আর হলো না তাই
বিদায় বেলা এসো,
সেদিন যেন কেঁদো না আর
একটু ভালবেসো।
যতোই দূরে থাকছি আমি
যেথায় যা-তা করি,
তোমার কথা পড়লে মনে
নিত্য আমি মরি।
ছিলে আমার পরম প্রিয়া
এ হৃদয়ের কোণে,
থাকবে তুমি আমার হয়ে
সাত জনমে মনে।