পরকীয়া করে জীবন নষ্ট
মিথ্যা ছলনা মোহ,
হৃদয় পোড়ে সংসার ভাঙে
দুই হৃদয়ের দ্রোহ।
পরকীয়া হল জিনা ব্যভিচার
সমাজ নষ্টে গোড়া,
পরকীয়া দোষ অশ্লীল কাজ
অজানা শান্তি থোড়া।
পরকীয়া করে চেহারা নষ্ট
বিপদের হাত-ছানি,
মানষিক চাপ অঢেল বাড়ায়
অপরাধ বোধ বাণী।
পরকীয়া হলো চিত্তের ব্যধি
নিষিদ্ধ সুখ লীলা,
চুরমার হয় জীবনের সাধ
সংসারে হয় খিলা।
বিশ্বাসে হয় বিধান খিলাপ
বাড়ায় প্রভুর ক্রোধ,
সমাজ জাতীর সভ্যতা লয়
করবো সবাই রোধ।