পরকীয়া আর ব্যভিচার
করলে শেষে কাঁদে,
থোড়া-থোড়া সুখের আশে
মানুষ পড়ে ফাঁদে।

পরকীয়ায় সমাজ নষ্ট
লোকে বলে মন্দ,
দু'কূল হারায় এক জীবনে
হারায় বাঁচার ছন্দ।।

পরকীয়া করলে মানুষ
সে হয় ঘৃণার পাত্র,
সংসার ভাঙে হৃদয় ভাঙে
জোটে ঘৃণা মাত্র।

পরকীয়া ব্যাধির মতো
জীবন করে নষ্ট,
জীবন তরির সকল স্তরে
বাড়ায় শুধু কষ্ট।

পরকীয়ার পিছে ঘোরে
এই সমাজের বোকা,
চরিত্র যার অতি উত্তম
সে খায় না ধোঁকা।