পরের ক্ষতি করলে লোকে
পোড়ে নরক জ্বলনে,
মিছা কথায় সব হারাবে
নৈতিকতার স্খলনে।
ছল-চাতুরী করলে জেনো
মান হারাবে সমাজে,
সরল পথে সুখটা মেলে
বুঝতে হবে মগজে।
সুখ মেলে না মনের মাঝে
অর্থ জমি হরণে,
চলার পথে রাখবো সবে
আখিরাতটা স্মরণে।
কামাই রুজি হালাল হলে
শান্তি মেলে মরণে,
নামাজ রোজা আদায় করে
পড়ি প্রভুর চরণে।
পাপের খরা বাড়াও যদি
ধ্বংস হবে ধরাতে,
কাজ হবে না ওজর দিয়ে
দোষ দিবে কী বরাতে?