ফুটিবার আগে ঝরিয়া গিয়াছে
কুসুমকলির রাশি,
অনুভবে আজ কুসুমের কলি
গলায় বেঁধেছে ফাঁসি!
যতনে গড়িয়া রতনে বাঁধানো
শুষ্ককলির মালা,
প্রীতির বাঁধনে হৃদয় দহনে
তুস অনলের জ্বালা!
হদয়-কাননে মসূরিকা গুঁড়া
খুঁচিয়ে দিতেছে শূল,
সেঁধিয়ে হাসিয়া শিক্ষা পেলুম
ফুটিয়ে প্রেমের হুল!
ক্ষণিক ধরায় প্রেমের বাঁধনে
পাঁজর ভাঙ্গা ব্যথা,
জীবন পরতে হাহাকার করে
তোমায় হলো না জেতা।
শিশিরের জল মরীচিকা ছল
হেসেছিল মোর দোরে,
ফুটিবার আগে মোতির ঝলকে
বিলীন হয়েছে ভোরে!