আমরা পাপী তুমি রহীম
ওগো দয়াল প্রভু,
অসংখ্য পাপ করি সবাই
ক্ষমা করো তবু।
তোমার দয়া ভিক্ষা করি
বেঁচে থাকতে ভবে,
পাপের পরে দু-হাত তুলে
ক্ষমা চাচ্ছি সবে।
তওবা করি পাপ ছেড়েছি
আবার পাপে মাতি,
এ পৃথিবীর লোভ-লালসা
করে আদম জাতি।
তোমার দয়া তালাশ করি
ক্ষমা পাবার আশে,
যে দিকে যাই ধোঁকায় পড়ি
চাঁদের বারো মাসে।
বিতাড়িত শয়তান থেকে
সদাই যেন বাঁচি,
ওহে গফুর দয়াল আল্লাহ
তুমি দয়াল সাঁচি।