সৃষ্টির লাগি অসীম দয়ালু
বিরাজ সবার মাঝে,
তন্দ্রা বিহনে খেয়াল রাখেন
সব সৃষ্টির কাজে।

তিনি আল্লাহ শরিক বিহিন
তিনি নির্ভর স্থল,
কাউকে জন্ম দেননি দয়াল
নির্বোধে করে ছল।

কে হই তাঁহাকে জন্ম দেননি
সেঁ মুখাপেক্ষী নহে,
তাঁর রহমত সৃষ্টির মাঝে
আরশের নিচে বহে।

তিনিই রহীম তিনি রহমান
তাঁহার তুল্য নাই,
সৃষ্টির মাঝে খুঁজিলে তাঁহাকে
সবখানে যেন পাই।

অন্তর চোখে খুঁজিলে তাঁহাকে
প্রেমময় প্রভু দেখি,
তাঁর প্রশংসা সাগরের জলে
সকল কলমে লেখি।