ঘুম আসে না চোখে-মুখে, মনটি ভালো নেই
গগন তলে মেঘ দেখি আজ হারিয়েছি খেই।
দশ দিগন্তে বিশৃঙ্খল কালবৈশাখীর আভাস
দেশ প্রেমিক ভালো ছেলে হয় না কভু ত্রাস।
ওরা কারা? ধ্বংস আশা নেশা, কুটিল তারা!
বিশৃঙ্খল শয়তান এলে সামনে সবে দাঁড়া।
কে সোনার ছেলে? তাকে আজ চিনতে হবে
দেশের তরে থাকলে জেনো সবার মনে রবে।
শয়তান রুখে শান্তি আনো রইবে সবার মনে
আদর করে রাখবে লোকে সোহাগ সিংহাসনে
জুলুম করলে জালিম হয় প্রজাতন্ত্রের দেশে
প্রজারোষে পড়লে তারা পালায় ছদ্মবেশে।
পাপের বোঝা ভারী করে দোষ পায় না খুঁজে
কোন গ্রহের মানুষ তারা বুঝ আসে না বুঝে।
কাঠের চশমা কানে তুলা প্রলেপ মাখা যারা
কোন উপমা দিব তাদের বল না ওরা কারা?