অপরাধ করে যদি না কাঁদে রে মন
মনুষ্যত্বহীন অমানুষ তুমি একজন।
এমন মানুষ কভু সুখে থাকে নাকো
মরুময় হৃদয় দিয়ে দুখ ভুগে থাকো।

অপরাধ করে তুমি পাও যদি সুখ
মনে রেখো পাবে তুমি প্রতি পদে দুখ।
কর্ম দোষে একা হবে সমাজের বুকে
তখন চলতে হবে তার মহা কষ্টে ধুঁকে।

অভিশাপ পায় শুধু অপরাধী লোক
মরণের আগে জোটে মনপোড়া শোক।
সকল পেশার লোকে ঘৃণা করে তাকে
মনে হলে তার কথা অভিশাপ হাঁকে।

এমন জীবন দিয়ে হবে না আর কিছু
যায়না ভালো মানুষ অপরাধের পিছু।
অপরাধ ছেড়ে যারা চলো সৎ পথে
ভালো মানুষ হবে সে সকলের মতে।