অপরাধ করে যদি না দংশে ঐ মন
ধরে নিও মনুষ্যত্বহীন তুমি একজন
এমন লোকেরা কভু সুখে রবে না'কো
হৃদয় দংশন বিষে সদা তুমি থাকো।

অপরাধ করে যদি পেতে চাও সুখ
মনে রেখো পাবে তুমি পদে পদে দুখ।
একদিন একা হবে সমাজের বুকে
সেদিন চলিতে হবে দুই পদে ধুঁকে।

অভিশাপ পায় শুধু অপরাধী লোক
বিদায়ের আগে জোটে মনপোড়া শোক।
সকল পেশার লোকে ঘৃণা করে তাকে
মনে হলে তার কথা অভিশাপ হাঁকে।

এমন জীবন দিয়ে হবে না'তো কিছু
যেওনা হে এ'জীবনে অপরাধের পিছু।
অপরাধ ছেড়ে যদি চলো সৎ পথে
ভালো লোক হবে তুমি সকলের মতে।