স্বার্থের জন্য অধম মানব
মিথ্যা কথা বলে,
লোভের বসে অবুঝ মানব
পাপের পথে চলে।
পাপ করিলে বিচার হবে
সবার আছে জানা,
তবু মানব পাপ করে যায়
শোনে না আর মানা।
ধরার মোহে পড়ে মানব
মরণ যাচ্ছে ভুলে,
অতি পাপে ধ্বংস জেনেও
পাপ কামাচ্ছে মূলে।
পাপী লোকের জীবন তরী
সুখ দেখে না কভু,
শক্তির দম্ভে পাপ করে যায়
ভূবন জোড়া তবু।
অন্যায় জুলুম করছ যারা
পাবে পাপের সাজা,
নরক অনল জ্বলছে ওহে
হবে অনল ভাজা।
অন্যায় জুলুম মিথ্যা ছেড়ে
তওবা করে মরো,
সময় থাকতে হও হুশিয়ার
সত্য পথটি ধরো।