উঠলো রোজার চাঁদ
মিথ্যা দেবো বাদ,
সত্য বলবো সবে
আত্মা শুদ্ধ হবে,
রোজাতে হয় গুনা মাফ
করবো না'কো কোন পাপ।
প্রতিবেশীর খোঁজ
রাখবো সবে রোজ,
সেহরি বেলা এলে
কাছে কারো পেলে,
পেট ভরে ভাই অন্ন দেই
আপন বলে কাছে নেই।
কাতার বন্দি হই
সবর করে রই,
ইফতার করবো মিলে
অন্ন দেবো বিলে,
ইফতারকালে অন্ন দান
করলে হবে পুণ্যবান।
আমরা সবাই ভাই
ভেদাভেদ আর নাই,
এক মাটির সৃষ্টি মানুষ
রোজার সময় ফিরুক হুঁশ,
গরীব ফকির ঘৃণ নয়
করি সবার হৃদয় জয়।