অলিক স্বপ্নে ইচ্ছে জাগায়
এই পৃথিবীর বোকা,
কল্পনা তার স্বপন সুখের
খায় যে শুধু ধোকা!

অসম্ভব তার মনের স্বপ্ন
ভাবে চন্দ্র কাছে,
সুস্থ সবল বুদ্ধিমান লোক
ছোটে না তার পাছে।

অলিক স্বপ্নের হাতছানিতে
দৌড়াতে চায় ভ্রমে,
জীবন তাদের ধ্বংস ধরায়
মন না দিলে শ্রমে।

বুদ্ধিমান লোক কর্মের মাঝে
স্বপ্ন বোনে আশা,
বাঁচার আশা জাগায় তারা
জীবন করে খাসা।

অলিক স্বপ্ন পূরণ হয় না
এই জনমে কভু,
বোকার দলে মিছেই ছোটে
অলিক স্বপ্নে তবু।