লিখিলাম আমি মহান প্রভুর গুণকীর্তন খানি
প্রতি পরতে যাঁহার হুকুম আমরা সবে মানি।
আল্লাহ হলেন দৃশ্য অদৃশ্যের পরাক্রমশালী
নভোমণ্ডল ভূমন্ডল ব্যাপি রহমত দিছেন ঢালি।

কোরআন তাঁর থেকে অবতীর্ণ সন্দেহ নাই কোন
কেহ বলো না মিথ্যা রচনা ওহে মানবে শোনো।
কোরআন হলো সতর্কবার্তা মানব কল্যাণ তরে
সকল জীবের আয়ুর শেষে নিশ্চয় যাবে মরে।

তিঁনি মহান আরশে বিরাজমান অক্ষয়ী সত্তা
তিঁনি হলেন জগত মালিক মহান পালন কর্তা।
তিঁনি ছাড়া মানবকুলের সুপারিশকারী নেই
ওহে মানব তোমরা কেন হারিয়ে ফেল খেই?

কাদামাটি দিয়ে সৃষ্টি করে দেহে দিলেন প্রাণ।
আকারে করে সেরা, তিঁনি সু-উচ্চ সু-মহান।
তাঁর সকল সৃষ্টি সুন্দর রূপে তৈরি করেন তিনি
তিনি রহমান রহীম খালিক সর্বোজ্ঞানী যিনি।

নাপাক পানির নির্যাস থেকে মানব করে সৃষ্টি
তাতে দেন রূহ রূপ কর্ণ নাসিকা চক্ষু দৃষ্টি।
সেই মানবে অকৃতজ্ঞ হয় স্রষ্টাকে যায় ভুলে
পুনরুত্থান ও স্রষ্টাকে অস্বীকার করে মূলে।