অচিন পাখি
আব্দুল ওহাব
হৃদয় মাঝে অদৃশ্য এক
বন্দী অচিন পাখি,
ফুড়ুৎ করে উড়াল দিলে
বন্ধ হবে আঁখি।
পাখির দাসী দেহের খাঁচা
দম ফুরালে মৃত,
সাতদিন পরে আপনজনে
করে শেষের কৃত্য।
আজিব পাখি যায় না উড়ে
আয়ু শেষের আগে,
ঘুমের বেশে ঘুরে বেড়ায়
প্রভুর আরশ বাগে!
প্রাণ পাখিটি প্রভুর হুকুম
অদৃশ্য এক শক্তি,
এ বিষয়ে জ্ঞানের অভাব
স্রষ্টায় রাখো ভক্তি।
প্রাণপাখী হয় ঊর্ধ্বগামী
এমন একটি দিনে,
পঞ্চাশ হাজার বছর সমান
আয়ু শেষের বীণে।