জৈবিক চাহিদা পূরণে নিয়ম মানো বিধাতার
ইজ্জত হেফাজত করে বৈধ করো বংশ বিস্তার।
প্রথম মানব আদম, মা হাওয়ার ছিল পরিবার।
একে অন্যের পোশাক স্বামী-স্ত্রীদের অধিকার।

পরকীয়া অনলে পবিত্র বন্ধন পুড়ে হয় ছারখার
পরকীয়া ব্যাধিতে পড়ে ভাবলে না তুমি কার।
পরকীয়া যিনা ব্যভিচারে যৌনতা আদতে ফাঁকি
স্বীয় ইজ্জত লুণ্ঠিত হলে রইবে কি আর বাকি?

বলি বন্ধু শোন, পরকীয়া হলো নৈতিক অবক্ষয়;
সংসার ভাঙে ধ্বংস ডাকে এ এক মহা বিপর্যয়।
বিবাহ বহির্ভূত যৌন লালসা করে জীবনের ক্ষয়
আল্লাহর ভয় রাখলে মনে জীবনের হয় না লয়।

পরকীয়া অশ্লীল কর্ম, মন্দ পথ, বাড়ায় শুধু কষ্ট
নিন্দা ছড়ায় সমাজ দেশে পুত কন্যা হয় পথ ভ্রষ্ট।  
পরকীয়াতে বিধান খেলাপ পরকাল হয় বরবাদ।
আল্লাহ ভীতি অন্তরে রাখো পাবে জীবনের স্বাদ।