কালো মেঘ শঙ্কিত যাত্রী, জেগে উঠবে তুফান
অলিগলি পথ দুর্গম গিরিখাদ জ্ঞানপাপীর ভান।
অসহায় জাতি ন্যায্যতা প্রাপ্তির দিচ্ছে শ্লোগান
মিছিলে মরছে পুতে প্রতিশোধ ঝংকারের তান।

কে আছো ওহে কাণ্ডারী? শক্ত করে ধরো হাল;
প্রশান্তির পাল উড়িয়ে পার করো ক্রান্তির কাল।
ভয় নাহি তার এই জীবনে সবাই থাকবে সাথে
ভয়হীন সমাজ গড়তে হবে থাকবে সবে যাতে।

যুগ-যুগান্তর জুলুম-ব্যথা বাড়ছে ক্ষত অভিমান
ওরা সংখ্যালঘু এই বোল ভেঙে করি খানখান।
ওরা হিন্দু ওরা মুসলিম আজো করছ তালাস?
সবে বাঙালি জাত, সব জুলুম কর হে খালাস।

তাজা বুলেটে যাঁরা গাইলো জীবনের জয়গান
ভাবি তাঁরা অঝোরে কেন দিল রক্ত বলিদান?
নব বিপ্লব তুফান ঝড়ে এই প্রজন্মের আহবান
বৈষম্যহীন সমাজ গড়তে চলবে কী অভিযান?

উত্তাল ঢেউ অশনি গর্জন যাত্রীরা ভীত আজ
মৃত্যু ভীতি চারদিকে সন্দেহ পড়বে কী বাজ?
উচ্ছল তুফান বড্ড ভারী, যেই দিবে তা পাড়ি?
মরার পরেও সবার হৃদে থাকবে তাহার বাড়ি।