আপন স্বার্থে জীবন হরণ
ধ্বংস করা জাতি,
আপন লোকে করলে ত্রুটি
ভাবে বংশের নাতি।

নীতির অভাব ধ্বংস ডাকে
নির্মমতার গুলি,
সত্য ন্যায়ের পথে হাঁটলে
উড়বে কেন খুলি?

সত্যের বিনাশ হয় না কভু
না বোঝে যে লোকে,
মিথ্যা বুলি আওড়ানোর পর
কাটবে তাদের শোকে।

সত্য ন্যায়ের যুগ ফুরালে
সভ্যতা যায় বসে,
সমাজ জাতি ধ্বংস ঘটায়
রাজ-মন্ত্রী যায় ধসে।

আধিপত্য স্থির থাকে না
বোঝে না যে রাজা,
শক্তিহীন তার হবার পরে
ভাঙে তারই মাজা।

জুলুম হলে প্রজার উপর
প্রজা ফুঁসবে ক্ষোভে,
ছারখার হবে ঐ সিংহাসন
পুষছো যারে লোভে।