নিন্দুক হলো পরম বান্ধব
কেমনে ভুলি তাকে,
ভুল-ত্রুটির আঙুল তোলে
সংশোধনের ঢাকে।
যুগ-যুগান্তের বন্ধু সেজন
ঘোরে লোকের পাছে,
তার মতো আর বন্ধু মানুষ
কোথায় কে-বা আছে?
নিন্দুক হলো আমার দেখা
সংশোধনের আলো,
বলতে পারো তাদের মতো
নেইকো মানুষ ভালো।
তার নিন্দাতে সুযোগ আসে
সংশোধনের তেষ্টা,
বিশ্বের মাঝে ভালো করতে
কে করে এই চেষ্টা?
নিন্দুক মানুষ নিন্দা ছড়ায়
ত্রুটি ধরার সাথে,
অজান্তে ভুল সংশোধন হয়
সচেতন হই তাতে।
নিজে খেয়ে অন্যের করে
দোষ-ত্রুটি পরিষ্কার,
কোথাও খুঁজে পাইনি আমি
অমন মানুষকে আর!