নিন্দুকেরা নিন্দা করে
শুনে আঘাত পাই,
বলতে পারি হারাবার তো
আমার কিছু নাই।

সুখের কালে প্রশংসা কয়
শান্তি যেন পাই,
আসল কথা উহার কাছে
সত্যি কিছু নাই।

সেই ফাঁকিকে মাখায় নিলে
মনে কষ্ট পাই,
মিথ্যা বলা প্রশংসা  ভাই
প্রয়োজন তো নাই।

আমি হলাম আমার মতো
একলা চলি তাই,
পরের কথা শোনার মতো
সময় হাতে নাই।

নিন্দুক লোকে নিন্দা করে
পরম তৃপ্তি পায়,
নিন্দা থেকে বুদ্ধিমান লোক
শোধন হবার চায়।