কার ইশারায় চলছে পৃথিবী
চন্দ্র তারা ও রবি?
যেদিকেই দেখি বিস্মিত হরা
নিখিলের যত ছবি।
পৃথিবীর থেকে তেরশত গুণ
রবির আকার ধর!
যেই আল্লাহ তা ঝুলিয়া রাখে
সেই আল্লাহ কত বড়?
ভুবন চলছে আপন গতিতে
কাহার হুকুমে চলে?
কোন কিছুতে ব্যতিক্রম নাই
কোন সৃষ্টার বলে?
ধরা জুড়ে দিল তরুলতা গাছ
নিতে প্রাণীদের শ্বাস!
এই পৃথিবীতে যাহা কিছু দেখি
সকলি তাঁহার দাস।
নদীর দু'কূলে আগাছায় ফুল
গাছে দিয়েছেন ফল,
সাগরের মাঝে লবণের খনি
গভীরে মিঠাই জল!
সাগরের জলে অফুরান মাছ
তাঁহারি সকল দান।
সকল প্রশংসা তাঁহার তরেই
গাইব তাঁহার গান।