সোনার দেশে মানিক ফলে
বর্গা রাজার দেশে,
সোনা মানিক ধন-সম্পদে
রাজ্য চলে ভেসে!
নিরেট বোকা প্রজা সবাই
রাজার কথা মানে,
রাজা বলছে সবুর করো
ভাসবে সুখের বানে।
খাজনা বাড়ে বাজনা বাড়ে
বাড়ে খাদ্যের মূল্য,
আর ক'টা দিন সবুর করো
নেইকো রাজার তুল্য।
আইন করে দেশের জন্য
শাসন করে রাজা,
কষ্টের কথা বললে লোকে
পাবে কঠিন সাজা।
ধন লুটালো ব্যাংক লুটালো
রাজা রইল সুখে,
ধান ফুরালো পাট ফুরালো
প্রজা রইলো দুখে।