নারীই গর্ভধারিণী অপরূপা মা জননী
নারী মমতাময়ী প্রেয়সী স্ত্রী-অর্ধাঙ্গিনী।
নারী লজ্জাবতী সুহাসিনী সদা মায়াময়
নর খায়েশে ধর্ষিতারা কলঙ্কিনী হয়।

নারী নরককুন্ড নহে করোনা হেয়-জ্ঞান
নারীই মা কন্যা ভগ্নি তবু কেন অবমান
তোমার ঐ দেহ যাঁর দান তিনি তো নারী;
কোন বিচারে তবু ঝরে তারই অশ্রু বারি?

এ বিশ্বে নারীর অবদান নয় কি অম্লান?
নারীকে দেখো'না শুধু কামিনীরূপী দান।
এ বিশ্বে সৃষ্ট মানবের কুল নারীরই সন্তান
বিশ্ব কল্যাণে নারীর প্রতি রন্ধ্রে অবদান!

নারী কল্যাণে পায় জঠরে মৃত ভ্রুণের প্রাণ
বেদনা বিরহের অভিমান কতশত গান!
এই নারী মা রূপী জান্নাত, দুর্দশাতে আশ্রয়;
বীরত্বে যুদ্ধ জয়ে প্রেরণা জাগায় নির্ভয়।

নারী ছাড়া গৃহ-সংসার রণ কোন নব গান;
কোথা দেখিনি জগতে নাই নারীর অবদান।
নারীরা মহীয়সী, মানব বিস্তার তাদের দান।
নয় নিগৃহীত নিষ্পেষিত, রাখি তার সম্মান।