আমি মুসলিম, জাগ্রত রই করি ইস্পাত রূপী পণ
আমি যতই শান্ত থাকি তোমরা চাপাও অসম রণ।
দখলে নিতে বসত ভিটা, বোমা ফোটাতে টনে টন
শাহাদাতের তামান্না রেখে তাই ইস্পাত করি মন।

তুমি ফাসিক তুমি জালিম কুটিলতায় ভাঙ্গো সন্ধি
তুমি পুত্র কন্যাকে করে হত্যা ভাইকে করো বন্দি।
তুমি অন্তরে রাখো অস্বীকার এঁটে শত জাল ফন্দি৷  
তুমি সীমালঙ্ঘনকারী তোমার কর্ম নিষ্ঠুরতার দণ্ডী!

তুমি জালিম, রাহুর গ্রাসে তোমার ধ্বংস অনিবার্য
তুমি পুড়বে প্রকৃতির প্রতিশোধ অগ্নি বর্ষা ধার্য।
তুমি নৃশংস! ভূমি দখল হত্যা ধর্ষণ তোমার পেশা
তুমি অনিয়ম উশৃংখল সর্বনাশ ধ্বংস করা নেশা।

আমি, ওমর, আলী, হামজা, ওয়ালিদী অন্তরাত্মা
আমি চাই শান্তি, চাই বন্ধন বন্ধুত্ব সম্মান সমতা।
আমি বিস্ময়, সত্য ঈমানে বলীয়ান বিশ্ব বিধাতার
আমি মুসলিম এ পৃথিবীতে চাই বাঁচার অধিকার।

আমি যত চাই শৃঙ্খল-শান্তি তুমি মাননা না আইন
তুমি চাও ধ্বংস তুমি রক্তপিপাসু যেন পিশাচী জিন।
তুমি উন্মাদ তুমি ঝঞ্ঝা তুমি মিথ্যুক শঠ রুক্ষ ত্রাস
তুমি নিজকে ভাবে নটরাজ পরা শক্তির সৃষ্ট সন্ত্রাস।

আমিও বীর, ভয় করিনা যুদ্ধ তুফান হেমলক বিষ
আমি মুসলিম আল্লাহ ছাড়া কাউকে করিনা কুর্নিশ।
আমি হবো সাইক্লোন যদি বারেবার করো সন্ধি ভঙ্গ
আমি দুর্দম বীণে উন্মাদ হবো ছিন্নে চক্রান্তেন অঙ্গ।