মা'গো বিদায় দে না মোরে মিছিল করতে যাবো
বৈষম্য আর ভূতের গুলি কেহই না আর সবো।
ইস্কুল কলেজ ভার্সিটিতে রক্তে যাচ্ছে ভেসে
কেউ জানে না আগামীকাল হবে কী যে দেশে!

কেউ এলো না তাই বলে কি আমি বাসায় রব?
অন্যায়-জুলুম রুখে দিতে সালাম রফিক হব।
আমি গেলে আসবে সকল দেশের ছেলেমেয়ে
ন্যায্য দাবি আদায়ের পর উঠবো নেচে-গেয়ে।

তোমার ছেলে না বাঁচলে মিছিল করার পরে
সবায় তোকে মা ডাকিবে শাড়ির আঁচল ধরে।
সবার আগে চলবো আমি মশাল হাতে নিয়ে
ঘুম-ভাঙাবো সবার আমি বুকের সাহস দিয়ে।

বৈষম্য আর বুকে গুলি করলে মা'গো করুক
সবে মিলে করবো মিছিল মারলে গুলি মারুক।
সত্য ন্যায়ের বাঁধলে লড়াই থাকব সবার আগে
শহীদ হলে মাটি দিস মা ইউনিভার্সিটির বাগে।

স্বাধীন দেশে কেমনে চলে অবিচার আর গুলি?
গুলি মেরে উড়ে দিক্ মা আমার মাথার খুলি।
মরলে আমি শহীদ হবো ন্যায় বিচারের জন্য
কাঁদিস না মা মরলে আমি ক্ষমায় করিস গণ্য।