গাছে ফুল-ফল শ্যামলিমা বন
সকলি তোমার দান,
সব নেয়ামত ভোগ করি মোরা
গাইছি তোমার গান!
মাঠ ভরা ধান নদী ভরা জল
পর্বত ঘেরা ধরা,
শোভিত করেছ অপরূপ তারা
জোছনার মায়া ভরা।
দিবাকরে আলো নিশিতে চন্দ্র
শ্বাস-প্রশ্বাসে বায়ু,
তোমার মহিমা বুঝতে দিয়েছ
সকল প্রাণীর আয়ু।
আকুল পাথারে মরুময় স্থানে
দিয়েছ ছায়ার তরু,
সমতল ভূমি আরব সাগর
কোথাও দিয়েছ মরু!
ওহে মহীয়ান তুমি গরীয়ান্
দয়ালু স্রষ্টা তুমি,
তোমার কৃপায় জীবন ধারণে
পেয়েছি আকাশ ভূমি।