উত্তাল সিন্ধু দুলছে নৌকা কাণ্ডারী টলমল
চপল তরঙ্গে অস্থির যাত্রী নয়নে ছলছল!
মাঝি দুর্দম! উড়ে দিলে বাতাসে নৌকার পাল
গন্তব্য বহুদূর কাটবে কী বিপদের এই কাল?
কাণ্ডারী ধরছো হাল করতে তড়িৎ পারাপার
কলহ বিপদে যাত্রী কেমনে করবে তারে পার?
কাণ্ডারী তুমি ভুললে পথ গর্জিবে মহা সংকট
সকলের মিলনে খুলতে পারে জটিল এ জট।
উদ্যমী জাতির সামনে ভয়াল উতরানো পথ
উত্তাল সাগর পারি দিতে দেখে দাও হিম্মৎ।
এসেছে পরীক্ষা কালের যাত্রায় ভুলো না পথ
বিপদে নৌকার যাত্রী উদ্ধারে হও একমত।
ঐ কাণ্ডারী হাল ছেড়ে দিলে হবে মহা সংকট!
কূলেতে ভেড়াতে না পারলে বাঁধবে মহা জট।
অসহায় যাত্রী না মরে ধুঁকে পাবে কী পরিত্রাণ?
যারা শিখেছে রক্তের বরণে গাইতে জয়গান।
কে বৌদ্ধ, খ্রীস্টান কে হিন্দু কে-বা মুসলমান
যাত্রীর সবাই মিলেমিশে হইতে হয় বলীয়ান।
কঠিন পরীক্ষা, কাঁধে উঠেছে স্বয়ং মহা ভার
মহা গোলযোগ হলে বিপদ রুখে সাধ্য কার?