মহাবিস্ময় এ নিখিল ধরা
একই নিয়মে চলে!
উদাসী কবির চিন্তা মনের
সূর্য ক্যামনে জ্বলে?
সজ্জিত ধরা শ্যামলে গড়া
গ্রহ নক্ষত্র তারা,
দিবস যামিনী ঘটমান সবি
আপন গতিতে যারা,
ঐ মহাকাশ চন্দ্র-সুরুজ
কার ইশারায় ঘোরে?
পৃথিবীর রূপে আত্মহারা সে
খুঁজিয়ে বেড়ায় শোরে!
এই ধরণীর সকল প্রাণীর
হায়াত মৃত্যু আঁকা,
হদিস মেলে না তটিনীর বাঁকে
চেতনা শক্তি ঢাকা!
সকল সৃষ্টি প্রশংসা করে
মহান প্রভুর তরে,
সকল সৃষ্টি সিজদাহ্ করে
হৃদয় অশ্রু ঝরে।