পড়তে বসে ঘুরছে মাথা
সামনে রাখা বই,
ক্ষ্যাপা মগার বেহাল দশা
ভাবছে যাবে কই?
ভাবছে মগা দোকান দিবে
কড়ি করবে আয়,
পড়াশোনায় লাভ হবে না
ভাবছে এ'কি হায়!
টাকা যোগাড় করবে মগা
বেচে ধেনুর দুধ,
বই পড়ে না দুধ খাবে না
খাবে ধানের খুদ!
এমন মগা কেউ হয়োনা
পড়বে বেশি বই,
জ্ঞানের ঝুলি পূরণ করে
খোঁজো কড়ির মই।