নবীন ছেলের জীবন হারা বুলেট কেন বল্?
বুক চিতিয়ে চল্ রে তোরা মিছিল করি চল্।
তুফান বেগে চল্ ছুটে চল্ বাঁধার পাহাড় ভাঙ
সবাই মিলে মিছিল করে পাড় হই বাঁধার গাঙ।

বিশৃঙ্খল এর হোতা যারা ভাং রে তাদের ঠ্যাং
জীবন হানি করতে এলে হোস্ না যেন ব্যাঙ।
সামনে দাঁড়া পাহাড় সেজে জয়ের ধ্বনি কর্
দেশের শত্রু দশের শত্রু বিনাশ সবই কর্।

মরণ দেখে ভয় করিস্ না ওহে নবীন দল?
অনিয়ম সব ভেঙে গড়বি দেশটি তোরা বল্।
অনিয়ম সব করতে ছেদন করিস্ না রোদন
ভয় করিস না বুলেট বোমা সাজিস্ না মদন।

দেশটি তোদের গড়তে হবে সবাই আগে আয়
দেশের হাল ধর না তোরা দেশ তোদেরই চায়।
তোদের টাকায় অস্ত্র কিনে করলে গুলি তাক্
জীবন ভিক্ষা চাস না যেন সাজবি মৌয়ের চাক।

তোরা হারলে দেশটা হারবে, জীবন বাজি ধর
মরলে মরবি দেশের তরে ভয় কিসে রে তোর?
ভাইয়ের বুকে মারছে গুলি ঠক্ শকুনের দল;
কোথায় গেলি দামাল ছেলে, বর্ম হাতেই চল্।