আমার মায়ে শিক্ষা দিলেন
মানুষ হবার মন্ত্র,
কুফর শিরক করবে না'কো
খুঁজবে না'কো তন্ত্র।

হকের পক্ষে থাকবে সদা
হাজার কষ্ট হলে,
ঈশ্বর কভু ভুলবে না'কো
বিপন্ন কাল এলে।

মা শেখাছেন ধৈর্য ধারণ
করতে কর্ম ক্ষেত্রে,
সব মানুষে একই সমান
দেখো তোমার নেত্রে।

অসহায়ের পাশে থাকবে
অহং ঘৃণা ছেড়ে,
অনাহারীর আহার দিবে
হাতটি তুমি নেড়ে।

বিপদগামী হলে তোমার
জীবন হবে ধ্বংস,
অভিশাপে কাঁদবে তখন
তোমার সৃষ্ট বংশ।

জন্মের পরে আমি ছিলাম
অধম মানুষ মাত্র,
মা বানালেন এই পৃথিবীর
সবার সেরা ছাত্র।