মায়ের আঁচল আদর মাখা
থাকে মনের তল,
তৃষ্ণা মেটা কূপের জলে
যেন শীতল জল।
মা'র আঁচলে আরশ মেলে
তাই ছাড়া কি বল?
চোখ পলকে রাখত ঢেকে
মা ফেলে চোখ পল।
চোখে আড়াল হবার পরে
মা'য় হারাত কূল,
বলতো মা'য়ে কোথায় গেলি
ছিঁড়ে আপন চুল।
সারা জীবন আঁচল তলে
করছি শুধু ভুল?
মা'র আঁচলে স্বর্গ থাকে
কোথা মায়ের তুল?
মায়ের পদে সালাম করি
চল রে সবে চল,
মা হলো ভাই জগৎ সেরা
বল না তোরা বল।