মানুষ
আব্দুল ওহাব

স্বার্থের জন্য বোকা মানুষ
বিভেদ সৃষ্টি করে,
কেউ বোঝে না সব মানুষে
একে অন্যের তরে।

ধনী-গরিব সবাই মানুষ
একে অন্যের জাতি,
সব ভেদাভেদ ভুলে গিয়ে
ভ্রাতৃ বোধে মাতি।

হিংসা-বিদ্বেষ হানাহানি
ধ্বংস ডেকে আনে,
একে অন্যের আপন জাতি
সবাই যেন মানে।

এই জগতে কেউ ছাড়া কেউ
বাঁচতে নাহি পারে,
সুখের জন্য চালাক লোকে
একে অন্যেক্ ধারে।

গরীব ছাড়া ধনী লোকের
মূল্য নাহি থাকে,
বুদ্ধিমান লোক সুখের জন্য
গরীব কাছে রাখে।

ধনী গরীব সবার শিরায়
একই রক্ত বহে,
তাইতো বুঝি সকল লোকে
এক সমাজে রহে।