সৃষ্টির কূলে মানব শ্রেষ্ঠ
এই ভুবনে তাই,
ভবের মাঝে সেরা হবার
গুণটা থাকা চাই।

মানব রূপে জন্ম নিলেও
মনব হওয়া দায়,
মানব গুণে ঘাটতি থাকলে
ক্যামন মানব তায়?

বাড়ির পাশে অনাথ শিশু
দেখার কেহ নাই,
আমরা সদায় ফুর্তি করি
অর্থের জোরে ভাই!

জগৎ মাঝে মানব সেরা
হতে আমি চাই,
মানব সেরা হবার মতো
গুণটি আমার নাই।

আয় রোজগার করে আমি
পোলাও খাচ্ছি রোজ,
পাশের বাড়ির গরীব মানুষ
পায়না তারা ভোজ।