আপন কোথা মা'য়ের মতো
মানুষ দেখি হাজার শত
মা'র মতো কেউ নাই,
মায়ের কোলে স্বর্গের ছায়া
বুক ভরা তাঁর অপার মায়া
স্নেহের পরশ পাই।

জন্মের পরে আগলে রাখে
মা জননীর স্নেহের পাখে
বিসর্জন দেয় সুখ,
ভালোবাসার বাঁধ ভেঙেছে
মা'য়ের কাছে হার মেনেছে
এই পৃথিবীর দুখ।

মা হলো ভাই আপন অতি
ভক্তি শ্রদ্ধায় রাখো মতি,
জান্নাত তুল্য মা,
দুঃখ দিলে মা'য়ের মনে
এই জগতের কোন জনে
কপাল পুড়বে তা।

মা'য়ের সেবায় ধন্য যারা
জগৎ মাঝে উত্তম তারা
রেখো তাঁদের খোঁজ,
বয়সকালে পিতা-মাতার
সেবা-যত্ন ভালোবাসার
দেখভাল করো রোজ।