বড় দুঃখ লাগে বোকা ছেলেরা মানুষ হবে কবে?
সবকিছু যবে ধ্বংস হবে হুঁশ ফিরবে কী তবে?
হানাহানি আর হিংসা-দ্বেষে হয় না তো কল্যাণ
সেবার সুযোগে ভুল শুধরে হওয়া যায় অম্লান।
তেজীয়ান হলেও হুশিয়ার হও সংকটে পারাপার
হানাহানি ডেকে জীবনের ক্ষয়, করো না বারবার।
মনুষ্যত্ব না জাগালে এই জীবনে পাবে না উদ্ধার....
বাঙালি জাত মিলে একাকার চিনে নাও এইবার।
বাঙালি এখন বুঝতে শিখছে সকল ন্যায়-অন্যায়
জোচ্চুরিতে ভেঙে পড়ে না ডুকরে না আর কান্নায়।
এখন কর্ম ফলের বিশ্লেষণ করা শিখছে এই জাতি
জয় করেছে জীবনের ভয় প্রতিবাদে ওঠে মাতি।
নীতিহীন চোর বাটপার সাধু সন্ত্রাস লুটেরা হুঁশিয়ার
মীর জাফর আর ঘসেটি হলে পাবে না কোন ছাড়।
কূটকৌশল ছল-চাতুরী বাটপারী হচ্ছে উন্মেষ...
বাঙালি আজ বুঝতে শিখেছে থাকতে জানে বেশ।