উত্তাল দেশ হাহাকার পথ, লঙ্ঘিত সমতা
নানান ষড়যন্ত্রের জাল, কে ধরিবে শক্ত হাল?
চারিদিকে শোক আগুয়ান হও হে নওজোয়ান
বৃথা করো না অর্জন, এসেছে সাম্যের কাল।

জুলুমে লঙ্ঘিত সাম্য ফেরাতে হবে সমতায়
ছাত্র জনতা দেশের সকলে থেকো একতায়
উচ্ছ্বাস তাচ্ছিল্য অহংকার পাঠিয়ে দে পরপার
সুযোগ সন্ধানী সন্ন্যাসীরা সব হও হুশিয়ার।

দেশের লোকে চাচ্ছে যখন বাঁচিবার অধিকার
পৃথিবীতে আজ তোমাদের কেহ নাই রুখিবার।
নিগৃহীত জাতি লাঞ্ছিত হয়ে করেছে অভিমান
অনাচারের বিরুদ্ধে সকলে চালাবে অভিযান।

অধিকার আদায় তরে দিলো যারা বলিদান
কেন করিবে না তারা এ জীবনের জয়গান?
জাতির ক্রান্তি লগ্নে আজ যেজন ধরিবে হাল
জাতি তাঁকে মনে রাখিবে আজীবন চিরকাল।