কথার বেলা সজাগ থাকি
ভেবে কথা বলি,
বেফাঁস কথা বিপদ ডাকে
সরল পথে চলি।
এমন কথা না বলি আর,
কষ্ট বাড়ে বেশি,
লোক সমাজে দম্ভ করে
দেখাবো না পেশি।
কথার রসে বিজয় আসে
পতন কথা দিয়ে,
জীবন ক্ষিতি সকল কিছু
রাজ্য থেকে হিয়ে।
ছল-চাতুরী করলে সদা
বিনাশ ডেকে আনে,
সকল কাজে বিজয় পেতে
সত্য জাগাই প্রাণে।
মুখের ভাষা সহজ হলে
বুঝবে সবে যথা,
একনাগাড়ে না বলে ভাই
শুনবো আগে কথা।