গাছ লাগিয়ে জল ঢালোনি
গাছের গোড়া মূলে,
কেমনে তুমি করছো আশা
ভরে গাছ ফল-ফুলে?

গাছ লাগিয়ে জল ঢালিয়ে
করলে সদা যত্ন,
মিলবে তবে অমূল্য ফল
বৃক্ষ থেকে রত্ন।

শুকনা নদে মাছ ধরিতে
গেলে  নদীর কূলে,
মাছ মেলে না ঘাম ঝরিয়ে
একটি ও ভাই ভুলে।

মরুর মাঝে জল পাবে না
তৃষ্ণা লাগা ঠোঁটে,
নির্বিকার যার কর্মে গলদ
ফল পাবে না মোটে।

কর্মের ভুলে হতাশ হবে
জগৎ মাঝে তুমি,
ঠিক উপায়ে করলে কর্ম
হবে জগৎ রুমি।