প্রথম কন্যা খুশির বন্যা
ঘরের শোভা বাড়ে,
বিয়ের পরে স্বামীর ঘরে
গিয়ে স্বজন ছাড়ে।

মেয়ের জন্য জীবন ধন্য
কন্যা সন্তান হলে,
কন্যার কষ্ট ভাগ্যের নষ্ট
হবে ধরার তলে।

যাকে ইচ্ছে তাকেই দিচ্ছে
পুত্র কিংবা কন্যা,
কন্যার দানে স্রষ্টার সানে
আসে খুশির বন্যা।

কন্যা সন্তান আল্লাহর দান
বংশ বুদ্ধির তরে,
মহান স্রষ্টায় দয়ার দ্রষ্টায়
আসে পিতার ঘরে।

কন্যার বেলা করলে হেলা
স্রষ্টা হবেন রুষ্ট,
কন্যা হলো মায়ের তুল্য
রাখি তাদের তুষ্ট।