আয়ু শেষের যাত্রী আমি
একলা যাবো চলে,
যাবার পরে খুঁজো আমায়
শিশির ঝরা জলে।
তোমার জন্য রইবে সেথা
হৃদয় কথন লেখা,
নীল আকাশে চন্দ্র দেশে
হবার পারে দেখা!
জীবন নদের ভাটির পাতে
আমি বড্ড একা,
সন্ধ্যা তারায় আঁকবো গিয়ে
বিদায় বেলার রেখা।
ফোটার আগে ঝরেছে ফুল
পাপড়ি দেখার আগে,
অপেক্ষাতে রইবো আবার
চন্দ্র কুসুম বাগে।
বিদায় বেলায় এসে তুমি
দিও মুখে মাটি,
দেখো সেদিন বলবে লোকে
প্রেম ছিল গো খাঁটি।