নজরুল তুমি জরিয়ে রয়েছ
শ্বাশত বঙ্গ কোলে,
তোমার সৃষ্টি বাংলার কূলে
সাহিত্যে সদা দোলে।
অগ্নিবীণা প্রবল তোমার
বিদ্রোহী ধার সুরে,
ধূমকেতু আর কামাল পাশায়
আলসেরা যায় দূরে।
জনম তোমার ধন্য হয়েছে
শ্রদ্ধা জানায় মনে,
সহস্র মাস পেরিয়ে গেলেও
থাকো বঙ্গের রণে।
স্বাধীন চেতনার নওজোয়ান
যুদ্ধ সৈনিক বীরে,
সাহিত্যে জাগা কাল জয়ী ঐ
উঁচুতে থাকবে ধীরে।
পুনর্বার যে আসিবে ফিরিয়ে
অগ্নি-কেতন বেশে,
স্রষ্টার শনি মহাকাল হয়ে
বিদ্রোহী সুর রেশে।q