কাগুজে ফুল
আব্দুল ওহাব
কাকের গায়ে রঙ বদলে
হয় না তোতা চিল,
পরখ করতে টুসকি দিয়ে
মারতে পরো ঢিল।
স্বভাব জাতে চিনতে পারো
দেখে বলার ঢঙ,
কা-কা স্বরে ডাকবে কাকে
হোক না যেমন রঙ!
স্বভাব কভু বদলাবে না
প্রাণীর বেলা ভাই,
মানুষ কি'বা পশুর বেলা
হিসেব কষা চাই।
মূর্খ লোকে সভার মাঝে
মাথায় পরে তাজ,
চিনবে লোকে দেখে সবাই
গলায় থাকে ঝাঁজ।
কাগুজে ফুল শুকলে নাকে
মেল না তার ঘ্রাণ,
জ্ঞানী মানুষ খোঁজে না ভাই
যেচে আপন মান।