প্রথম শিখি মায়ের কাছে
মাতৃ ভাষার শিক্ষা,
মায়ের ভূমি রক্ষায় নিবে
পাষাণ হতে দীক্ষা।

মায়ের শিক্ষা, তোমরা হলে
এক আদমের পুত্র,
জীবন পথে সুখের জন্য
শেখো সকল সূত্র।

সূর্যের তাপে শিক্ষা পেলাম
আগে নিজেই  জ্বলি,
ধর্মের শিক্ষা কথার বেলা
সদাই সত্যি বলি।

পাহাড় চূড়া শিখায় দিলো
শীর্ষে থাকবে কর্মে,
নদীর শিক্ষা চলবে ছুটে
থাকবে সত্য ধর্মে।

আকাশ থেকে শিখছি আমি
উদার হতে মন্ত্র,
কর্মের বেলা কাজে খাটাও
বুদ্ধি ভিত্তিক যন্ত্র।

সাগর জলে শিখায় দিলো
থাকতে হবে শান্ত,
অস্থির হলে হারায় যাবে
দাও না রাগে ক্ষান্ত।

মাটির কাছে শিক্ষা পেলাম
সহিষ্ণুতা ধৈর্য,
বাস্তব কাজে শিখে নিলাম
রাখতে হবে শৌর্য।

এই জগতের পাঠশালাতে
আমি অধম ছাত্র,
জন্ম থেকে শিখছি আজো
ঠেকছি যেথা মাত্র!