জীবন সঙ্গীকে কেহ কর না'কো হেলা
নিশিদিন সারাক্ষণ যার সাথে খেলা!
অবুঝ অবলা ভেবে বুঝ দেও মেলা;
জীবন অন্তিম কালে সেই হবে ভেলা!
নিরবধি থাকো কেন সংশয়ে তুমি?
ভালবেসে তৈরি করো জগতের রুমি!
একে অপরের হও ফসলের ভূমি;
বুকে বুক মিলে নাও দিয়ে প্রেম চুমি।
একে অন্যের পোশাক সুখ দুখে সাথী
আদর মমতা কর দিয়ো না'কো লাথি।
একে অপরের হও মাথা গোঁজা ছাতি,
সুখ ভরে রবে তবে দিনভর রাতি!
থাকো সদা মিলেমিশে একসাথে মাতি,
আঁধারে দেখতে পাবে প্রদীপের বাতি!