হেরে গিয়ে ক্ষান্ত হলে সুখ লাভ হয় না মহীতে
পরাজিত হেরি ভেবে যাতনা পারো না ভুলিতে।
বহু প্রয়াসে ত্যাগ-তিতিক্ষা আনে বিজয়ের মাল্য
বাধা-বিপত্তি, দুঃখ-দুর্দশা অতিক্রমে জয় পাল্য।
জীবনের পথ কণ্টকাকীর্ণে ভরা, পুষ্পশয্যা নয়
সব বাধা অতিক্রম করে ছিনিতে হবে বিজয়।
কণ্টকাকীর্ণ পথ ভেবে আর না হলে আগুয়ান
নিশ্চিত পরাজয়, লাভ হবে না ডেকে ভগবান।
অদম্য বাসনা-স্বপ্ন পূরণে লক্ষ্যে থাকো অবিচল
দু'চারবার হেরে গিয়ে বেদনে আসে না'কো ফল।
ব্যথিত বেদন পরাভূত ভাব জ্বালাবে দিবা-রাতি
শত প্রচেষ্টায় আসে ফিরে নিশীথে প্রদীপ ভাতি।
বিজয়ীর ইতিহাস স্বর্ণাক্ষরে রক্ষিত থাকে লেখা
আদিকাল থেকে অদ্যাবধি এই চরিত্র দেখা।
পরাজিতের নাম ইতিহাসের ঐ আস্তাকুঁড়ে রয়।
কয়েকবার হেরে গিয়ে রইলে বসে আসে না জয়।